বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৬

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অন্তত ১৬
রাজধানীর মিরপুরে মঙ্গলবার সন্ধ্যায় জামায়াত-বিএনপি সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। ‎তিনি বলেন, সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে কী নিয়ে ঘটনা তা এখনো বিস্তারিত জানা যায়নি।

‎একেএস/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর