মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়ায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

jamat
ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর তিনটি নির্বাচনি অফিস ও একটি মাদরাসার বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। 

সোমবার (১৯ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে দলের নায়েবে আমির এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এই প্রতিবাদ জানান। 


বিজ্ঞাপন


বিবৃতিতে তিনি বলেন, রোববার (১৮ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে অবস্থিত জামায়াতের নির্বাচনি অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুর পাড়ে একটি নির্বাচনি কার্যালয় ও দোকান এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদরাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

ডা. তাহের অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেশিশক্তির মহড়া দেওয়া, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নষ্ট করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির হীন উদ্দেশ্যেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তিনি বলেন, জামায়াত সুষ্ঠু পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক ও নির্বাচনি যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সাধারণ মানুষের আর্থিক সম্পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের গভীর ষড়যন্ত্রের অংশ।

বিবৃতিতে তিনি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান।


বিজ্ঞাপন


টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর