ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা চেয়েছে দলটি।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।
বিজ্ঞাপন
দেশের সাধারণ মানুষের প্রতি অর্থ সহায়তার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, জাতীয় নাগরিক পার্টির যেকোনো প্রার্থী কিংবা দলকে সরাসরি অনুদান দেওয়া যাবে। নির্বাচনের এই কঠিন পথ পাড়ি দিতে জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে সংসদে গেলে তাদের কণ্ঠস্বরই তুলে ধরা হবে।
তিনি আরও জানান, অর্থ অনুদানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবেন।
এআর

