সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বরিশাল-৫ নির্বাচনি আসনে প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী। 

রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা জানান। এসময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরছিলেন। 


বিজ্ঞাপন


image
ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল। 

তাহের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল হকের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব। 

 “ফয়জুল করিমের সাথে সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করবো। আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে। কিন্তু সিট দেওয়ার তো কোনো উপায় নাই যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। আমরা বলেছি সিট পাইবা না, আসতে পারলে আসো, এরকমও অনেক দল আছে যারা আসতে চাচ্ছে।”, বলেন তাহের। 


বিজ্ঞাপন


জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের সাথে ১১ দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিলো। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিকেল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি।’ 

‘কারণ চরমোনাইর যিনি পীরসাহেব, আমির উনি নির্বাচন করতে চান। ওনাদের যে নায়েবে আমির আছেন ফয়জুল করীম সাহেব, আমরা তার সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করবো। কারণ আমরাতো জোটে ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য’, বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

এ সময় ডা. তাহেরের সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জামায়াত আমির ঢাকা-১৫ আসনে নির্বাচন করবেন। সেখানে কোনো প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন।

ক.ম/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর