রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসি ঘেরাও কর্মসূচি চলবে: ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসি ঘেরাও কর্মসূচি চলবে: ছাত্রদল
দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসি ঘেরাও কর্মসূচি চলবে: ছাত্রদল। ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণ ও প্রশ্নবৃদ্ধ সিদ্ধান্ত, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (১৮ জানুয়ারি) সারাদিন ইসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করে সংগঠনের এক প্রতিনিধি দল ইসি সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসম সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরও উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করলাম আমরা। আগামী সকাল ১১টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

যে তিন দাবি ছাত্রদলের

১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।


বিজ্ঞাপন


৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এমএইচএইচ/এআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর