নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘অনেকে বলে- নারীদের রানীর সম্মান দিয়ে ঘরে বসিয়ে রাখব। তাহলে কী হবে? দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া বুঝেছিলেন, নারীদের ঘরে বসিয়ে দেশের অগ্রগতি হবে না, তাই তিনি নারী শিক্ষা নিয়ে কাজ করেছিলেন।’
বিজ্ঞাপন
দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে কাজে লাগাতে হলে নারী শিক্ষায় জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মির্জা আব্বাস।
এ সময় সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উন্নতির জন্য কাজ করবেন জানিয়ে সুযোগ পেলে সরকারিকরণের আশ্বাসও দেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী।
এসএইচ/এফএ

