দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর এবং সব শ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করতে ছাত্র-যুবসমাজকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।
শনিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শিল্পাঞ্চল থানা আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সাইফুল আলম খান মিলন বলেন, ‘পৃথিবীতে যত বড় বড় পরিবর্তন হয়েছে, তার সবই যুব সমাজের হাত ধরে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও ’৯০-এর গণঅভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল।’
মিলন বলেন, আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এ জন্য আপসহীনভাবে মাঠে থাকার আহ্বান জানান।
জুলাই বিপ্লব প্রসঙ্গে মিলন বলেন, ‘জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগেই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পেয়েছে। শহীদ ওসমান হাদীর রক্ত নতুন প্রজন্মকে সংগ্রামের প্রেরণা দিচ্ছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ প্রায় ৬ শতাধিক ছাত্র-যুবক ও কিশোর অংশ নেন।
বিজ্ঞাপন
এমআর/ক.ম

