রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পোস্টাল ব্যালটে ট্রাক-ট্রাক্টর প্রতীকের বিভ্রান্তি দূর করার দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

পোস্টাল ব্যালটে ট্রাক-ট্রাক্টর প্রতীকের বিভ্রান্তি দূর করার দাবি

পোস্টাল ব্যালটে ট্রাক ও ট্রাক্টর প্রতীক দুটির অবস্থানজনিত বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানিয়েছে গণঅধিকার পরিষদ। ভোটারদের ভুল ভোট দেওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় ব্যালট পেপারে দুটি প্রতীকের মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫টায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর স্বাক্ষরিত চিঠিটি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না।


বিজ্ঞাপন


চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ (জিওপি)—যার নিবন্ধন নম্বর ৫১ এবং দলীয় প্রতীক ট্রাক। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত পোস্টাল ব্যালট পেপারের নমুনা চিত্রে দেখা গেছে, ট্রাক মার্কা ও ট্রাক্টর মার্কা পাশাপাশি এবং উপর-নিচে অত্যন্ত নিকটবর্তী অবস্থানে রয়েছে।

গণঅধিকার পরিষদ জানায়, দুটি প্রতীকের অবস্থান এতটাই কাছাকাছি যে ভোটারদের জন্য সেগুলো আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। এর ফলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 

ভোটারদের স্বচ্ছ ও নির্ভুলভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ট্রাক ও ট্রাক্টর মার্কা দুটি ব্যালটে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রতিস্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানায় গণঅধিকার পরিষদ। 

এমআর/ক.ম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর