আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের লিখিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
গণমাধ্যমকে মামুনুল হক বলেন, অপসাংবাদিকতার শিকার হওয়ার বিষয়টি ইসিকে অবহিত করেছি। আমাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয়।
তিনি বলেন, আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য লিফলেট দিয়েছি। কিন্তু নিজস্ব আসনের কোনো প্রচারণা চালাইনি। তারপরও আমাকে নিয়ে ভুল সংবাদ ছড়ানো হয়েছে। লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
>> আরও পড়তে পারেন
মামুনুল হককে শোকজ
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।
বিজ্ঞাপন
আগারগাঁওয়ে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর মামুনুল হককে শোকজ করেন এ রিটার্নিং কর্মকর্তা।
এমএইচএইচ/এএস

