জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় কয়েকজন রিপোর্টারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রদান করেছেন বিএনপি বিটের সকল মাধ্যমের সাংবাদিকরা। বিটের বাইরেও গণমাধ্যমকর্মীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শাস্তিরও দাবি জানিয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্যমতে, শোকসভায় সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে জোরে চিৎকার করে তাকে কলার ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে সালেহীনকে শারীরিকভাবে আঘাত করেন সালেহ উদ্দিন। পরে উপস্থিত বিএনপি নেতা ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসময় গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ কয়েকজন সাংবাদিকের সাথেও আপত্তিকর আচরণ করেন সালেহ উদ্দিন।
সাংবাদিকদের দাবি, সালেহ উদ্দিনের এমন অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এ ধরনের উগ্র মস্তিষ্কের লোকদের এতো বড় আয়োজনের দায়িত্ব দেওয়া ঠিক হয়েছে কি না, সেটিও বিএনপিকে ভেবে দেখা প্রয়োজন।

বিজ্ঞাপন
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপির চোয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বিটের সাংবাদিকদের, যা কোনোভাবেই কাম্য ছিল না।
বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন- দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতিতে সাংবাদিকতা করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বশীলরা আরো সচেতন হবেন।
বিইউ/এমআই

