জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত নাগরিক শোকসভা বাইরেও বড় স্ক্রিনে সম্প্রচার করা হচ্ছে। যাতে আগতরা ভেতরে না গিয়ে শোকসভা সরাসরি দেখতে পারেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। প্রবেশপথগুলোতে কার্ড যাচাই ছাড়াই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরের দর্শকরা ভেতরে প্রবেশ করতে না পারায় আয়োজকরা বড় স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করেছেন, যাতে তারা শোকসভার কার্যক্রম সরাসরি দেখতে পারেন।
বিজ্ঞাপন
জানা গেছে, বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা মূলত আমন্ত্রিত অতিথিদের জন্য সীমিত রাখা হয়েছে। এই কারণে বাইরে থাকা সাধারণ নেতাকর্মী ও অতিথিদের জন্য বড় স্ক্রিনে শোকসভা সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
বাইরে থাকা নেতাকর্মী ও আমন্ত্রিত ব্যক্তিরা জানান, বড় স্ক্রিনের মাধ্যমে তারা শোকসভার আনুষ্ঠানিকতা, পবিত্র কুরআন তেলাওয়াত এবং বক্তব্যগুলো দেখতে পারছেন।

বড় স্ক্রিনে দাঁড়িয়ে বক্তব্য শুনছিলেন বিএনপি কর্মী সাজেদুর রহমান। তিনি বলেন, আমরা সরাসরি মঞ্চে যেতে পারিনি, কিন্তু বড় স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে পেয়ে সম্মান অনুভব করছি। এটি একটি গাম্ভীর্যপূর্ণ আয়োজন এবং বাইরের স্ক্রিনের মাধ্যমে অংশ নেওয়া তাদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে।
বিজ্ঞাপন
আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, শোকসভা শান্তিপূর্ণ ও সংযমীভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা জারি করা হয়েছে। সেলফি তোলা, হাততালি দেওয়া এবং মঞ্চে ওঠার অনুমতি নেই। বাইরের স্ক্রিন দেখার ক্ষেত্রেও এ নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বলেন, বাইরের দর্শকদের জন্য বড় স্ক্রিনের ব্যবস্থা নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ তৈরি করেছে। আমরা চাই, শোকসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।
এএইচ/এআর

