শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

উত্তরার অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

JAMATA AMIR
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই শোক প্রকাশ করেন তিনি।


বিজ্ঞাপন


এর আগে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওই ভবনটিতে আগুন লাগে। শুরুতে তিনজন নিহতের তথ্য জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর জানায় পুলিশ। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা একটি ভবনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

জামায়াত আমির বলেন, ‘যারা প্রয়াত হয়েছেন, মহান আল্লাহ তাদের ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন এবং তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক দিন।’ তিনি বলেন, ‘যারা আহত হয়েছেন, মহান আল্লাহ তাদের বিশেষভাবে রহম করুন এবং দ্রুত সুস্থতা দিন।’

এম/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর