শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বেগম জিয়া ছিলেন গোটা জাতির কাছে আলোর দিশারী: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

বেগম জিয়া ছিলেন গোটা জাতির কাছে আলোর দিশারী: রিজভী
বেগম জিয়া ছিলেন গোটা জাতির কাছে আলোর দিশারী: রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। আপোস না করার কারণেই তাঁকে দীর্ঘদিন কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। গোটা জাতির কাছে তিনি ছিলেন আলোর দিশারী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এসব কথা বলেন রিজভী। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকার উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

রিজভী বলেন, খালেদা জিয়ার জীবনসংগ্রাম ছিল বিস্তৃত ও বৈপ্লবিক। তাঁর রাজনৈতিক ও কর্মজীবনের ক্যানভাস এতটাই বড় যে যাঁরা তা জানবেন বা পড়বেন, তাঁরা মুগ্ধ না হয়ে পারবেন না। এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তরুণ সমাজের কাছে বেগম খালেদা জিয়ার আদর্শ ও নেতৃত্বের পরিচয় তুলে ধরতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা শুধু একটি রাজনৈতিক দলের নয়, গোটা জাতির। তিনি দেশ ও জনগণকে আগলে রেখেছিলেন। তাঁর নেতৃত্ব ছাড়া বাংলাদেশকে দুর্বল করার নানা ষড়যন্ত্র সহজ হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকারি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নতজানু আওয়ামী সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্প অনুমোদন দিয়েছে। ভারতের ঝাড়খণ্ডে যে বিদ্যুৎ প্রকল্প ভারত সরকারের পরিকল্পনা কমিশন বাতিল করেছিল, সেটিই ফ্যাসিবাদের সময় বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু এ ধরনের দেশবিরোধী কোনো চুক্তি বা প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনো করানো সম্ভব হয়নি বলেই তাঁকে কারাগারে পাঠানো হয় এবং চিকিৎসা থেকে বঞ্চিত রেখে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যে কয়লা ও গ্যাসসম্পদ রয়েছে, সেগুলো দখলে নিতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সব সময় আপসহীন ছিলেন।

অনুষ্ঠানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক হেলালুজ্জামান লালুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর