ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটে থাকা–না থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন। তবে এই বৈঠকে থাকছেন না দলটির আমির মুফতি রেজাউল করীম।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা ইসলামী আন্দোলনের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের এই জরুরি বৈঠক শুরু হবে।
বিজ্ঞাপন
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের বিষয়ে দলের অবস্থান ও নির্বাচনি কৌশল আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ জানান, আসন সমঝোতা ও জোটগত রাজনীতির বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, দলের নেতৃত্ব মনে করছে—বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পরিষ্কার ও সুস্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন, যাতে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে।
দলীয় সূত্র আরও জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আইডিইবি মিলনায়তনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের আসন ঘোষণার সংবাদ সম্মেলনের সময় ইসলামী আন্দোলনের আমির মুফতী রেজাউল করীম ঢাকাতেই অবস্থান করছিলেন।
বিজ্ঞাপন
তবে তার অনুপস্থিতিতেই জোটের পক্ষ থেকে এককভাবে ২৫৩টি আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াত-নেতৃত্বাধীন জোটের মধ্যে রাজনৈতিক বৈরিতার আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সংবাদ সম্মেলনের পরপরই গভীর রাতে চরমোনাই পীর বরিশালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তিনি বরিশালে আছেন। ঢাকার বৈঠকে সরাসরি অংশ না নিলেও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনলাইন ও টেলিফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
আজকের বৈঠককে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে দলটি আসন্ন নির্বাচনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের সঙ্গে থাকবে নাকি স্বতন্ত্র রাজনৈতিক কৌশল গ্রহণ করবে।
এম/এএস

