ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলন করা হয়েছে। তবে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।
অন্যদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে একই বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, নির্বাচনি সমঝোতা বিষয়ে দলটির অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা উপস্থিত ছিলেন না। জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, দলটি নিজেদের মধ্যে আরও বোঝাপড়া করছেন। পরে সিদ্ধান্ত জানাবেন।
বিইউ/ক.ম

