‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি জানিয়েছেন, নিজে প্রার্থী না হলেও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে মাঠে থাকবেন। পাশাপাশি সমঝোতার ভিত্তিতে নির্ধারিত প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান রাশেদ প্রধান। একই সঙ্গে তিনি রাজনৈতিক শরিক দলগুলোর নেতা-কর্মীদের সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় আসন সমঝোতা ও ঐক্যসংক্রান্ত অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
রাশেদ খান বলেন, পরিস্থিতি যাই হোক, আমরা সকলেই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। অতএব বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সাথে অনুরোধ করছি-আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।
জাগপার মুখপাত্র বলেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাকে যারা ঘৃণা করেন, আপনারা আপনাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন। মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ঐক্যের এই প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন, আমিন।
টিএই/এমআর

