সারা দেশের মেডিকেল ও ডেন্টাল ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তিনি শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
এ সময় তারেক রহমান শান্তকে বলেন, ‘তুমি শুধু তোমার পরিবারের গর্ব নও, তুমি বাংলাদেশের গর্ব।’
শুভেচ্ছা আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্তর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৯১.২৫ এবং রোল নম্বর ২৪১৩৬৭১। শান্ত এসএসসি পরীক্ষায় নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে জিপিএ-৫ অর্জন করেছিলেন।
ছোটবেলা থেকেই জাহাঙ্গীর আলম শান্তের পড়াশোনার প্রতি আলাদা আকর্ষণ ছিল। স্কুলে যাওয়ার আগেই বই-খাতা ভর্তি ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেন। পরবর্তীতে বাবা-মায়ের প্রেরণা এবং নিয়মিত ও পরিকল্পিত পড়াশোনার মাধ্যমে সৃষ্ট আত্মবিশ্বাস থেকে পড়াশোনায় মনোযোগ বাড়ান শান্ত।
বিজ্ঞাপন
এসএইচ/এফএ

