বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘প্রবাসীদের প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত কাজ তুলে দেওয়া জরুরি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

‘প্রবাসীদের প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত কাজ তুলে দেওয়া জরুরি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিকদলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান। ছবি: ঢাকা মেইল

প্রবাসীদের শুধু প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত কাজ তুলে দেওয়া বেশি জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিকদলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


নজরুল ইসলাম খান বলেন, ‘প্রবাসীরা সীমাহীন কষ্ট সহ্য করে দেশে রেমিট্যান্স পাঠায়। বিদেশে কাজের সময় আমাদের দেশের মতো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। অনেকেই মরুভূমির প্রখর রোদে, কেউ গহীন জঙ্গলে, আবার কেউ দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠান। অথচ আমরা অনেক সময় দায়িত্বজ্ঞানহীনভাবে বড় বড় কথা বলি, যা বাস্তবায়ন করতে ব্যর্থ হই। বেশি কথা বলে তা বাস্তবায়ন না করতে পারলে ব্যর্থতার দায় নিতে হয়। কিন্তু কম কথা বলে যদি ন্যূনতম কাজও বাস্তবায়ন করা যায়, তবে অন্তত সেই দায় নিতে হয় না।’ 

তিনি বলেন, ‘প্রবাসীরা বারবার আশ্বাস পেয়েছেন আমরাও চাইলে আশ্বাস দিতে পারি, কিন্তু আশ্বাস দিয়ে বাস্তবায়ন না করার সংস্কৃতির আর প্রয়োজন নেই। তাদেরকে নতুন প্রতিশ্রুতি না দিয়ে, বাস্তবসম্মত ও ন্যূনতম কাজ ধারাবাহিকভাবে করে যাওয়াই এখন সবচেয়ে জরুরি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের একাধিক নেতা। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন কাজল এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মুকুল ইসলাম।


বিজ্ঞাপন


বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানে রয়েছেন। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

এম/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর