আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটগুলোর আসন বণ্টনের ক্ষেত্রে বাস্তবতা বিবেচনার আহ্বান জানিয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সাবেক নেতা মুনতাসির মাহমুদ। তিনি বলেছেন, বাস্তব মাঠপর্যায়ের অবস্থা না বুঝে রাজনৈতিক সিদ্ধান্ত নিলে তা ভুল ফল বয়ে আনতে পারে।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এসব কথা লেখেন।
বিজ্ঞাপন
মুনতাসির মাহমুদ বলেন, “জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলনকে যে সংখ্যক আসন দিয়েছে, তার অর্ধেক অর্থাৎ ২৫টি আসন যদি বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশকে (চরমোনাই) ছেড়ে দেয়, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা খুশি মনেই তা মেনে নেব।”
তিনি আরও বলেন, “বিএনপি যদি চরমোনাইকে ২৫টি আসন ছেড়ে দেয়, তাহলে ওই আসনগুলোতে জামায়াতের জয়ের পথ আরও সহজ হয়ে যাবে। এ কারণেই আমি বারবার বলছি—রিয়েলিটি চেক দরকার। বাস্তবতা না বুঝে আবেগী সিদ্ধান্ত নিলে চলবে না।”
চরমোনাইকে আসন ছাড়ার বিষয়ে সতর্কতা জানিয়ে মুনতাসির মাহমুদ বলেন, মাঠপর্যায়ের বাস্তব অবস্থা অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশকে ২০টির বেশি আসন ছাড়লে তা ভুল সিদ্ধান্ত হবে। কারণ অতিরিক্ত আসন ছাড়লে সেগুলোর বেশিরভাগই হারানোর আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, “যে আসনগুলো জেতার বাস্তব সম্ভাবনা নেই, সেগুলো ছাড়লে পুরো রাজনৈতিক সমীকরণ দুর্বল হয়ে পড়বে।”
বিজ্ঞাপন
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার তৌফিক দিন—আমীন।”
উল্লেখ্য, মুনতাসির মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমআর/এআর

