বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

তারেক রহমানের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে ‘সংশয়’ ইসলামী আন্দোলনের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

তারেক রহমানের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে ‘সংশয়’ ইসলামী আন্দোলনের
বুধবার (১৪ জানুয়ারি) সমসাময়িক সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর

বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আলোচনাকে সংশয়ের চোখে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলছে, তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাতে যে ঐকমত্যের সরকার গঠনের আলাপ করেছেন সেটা তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সমসাময়িক সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই শঙ্কার কথা জানান।


বিজ্ঞাপন


গাজী আতাউর রহমান বলেন, সেদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সেখানে ঘোষণা দিয়ে আসলেন তারা সামনে ঐকমত্য সরকার গঠন করার জন্য নির্বাচনের পরে আলোচনা করবেন। জাতীয় সরকারের বিষয়েও তিনি একটা কথা বলে এসেছেন।

তিনি আরও বলেন, সেদিন জামায়াত আমির আরেক কথা বললেন যা অত্যন্ত সিগনেফিকেন্ট- বেগম খালেদা জিয়ে যে ঐক্যের পাটাতন তৈরি করেছিলেন সেই ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে তারা আগামীতে রাষ্ট্র চালাবেন। কিন্তু সেই ঐক্যের পাটাতন আমরা যেটা দেখলাম খালেদা জিয়ার জীবদ্দসাতেই ভেঙে গেছে। সেই পাটাতন আবার মেরামত করার জন্য জামায়াত আমির বললেন সেটা আমাদের কাছে একটু সংশয় তৈরি হয়েছে।

গাজী আতাউর রহমান প্রশ্ন রেখে বলেন, তাহলে কি জামায়াতে ইসলামী জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল আবার বিরোধী দলেও ছিল। তবে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে।

এরআগে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, ইসলামপন্থীদের মধ্যে ঐক্য ও সমন্বয় নিয়ে আমাদের পারস্পরিক আলোচনা অব্যাহত রয়েছে। রাজনৈতিক মহল, সাংবাদিক ও দেশপ্রেমিক জনগণ ইসলামপন্থীদের একবক্স নীতি নিয়ে যে আগ্রহ ও প্রত্যাশা প্রকাশ করছেন, তা দেশ ও ইসলামের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক। ইনশাআল্লাহ জাতির সেই প্রত্যাশা পূরণ হবে।


বিজ্ঞাপন


টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর