জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে নেতা-কর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে প্রিয় সংগঠন ও জাতি আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁক উল্লেখ করে জামায়াত আমির সবাইকে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে আরও বলেন, এ সময়ে কারও ব্যাপারে কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, সংগঠনের সকল কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি আশা প্রকাশ করেন, সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
বিজ্ঞাপন
জামায়াতের এই শীর্ষ নেতা ইনশা আল্লাহ বলে আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্য ও ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
টিএই/এএস

