বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এরশাদের পলিটিক্যাল সেক্রেটারি যোগ দিলেন এলডিপিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম

শেয়ার করুন:

ldp
এরশাদের পলিটিক্যাল সেক্রেটারি যোগ দিলেন এলডিপিতে। ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন মুসলিম লীগের সাবেক মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান মুন্না।

মঙ্গলবার ( ১৩ জানুয়ারী) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের বাসভবনে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এলডিপিতে যোগদান করেন।


বিজ্ঞাপন


এ সময় কর্নেল অলি আহমদ এলডিপিতে যোগ দেওয়ায় নুরুজ্জামান মুন্নাকে স্বাগত জানান।

আরও পড়ুন

আ.লীগ আমলে নির্বাচনে এমপি হওয়া একরামুজ্জামানকে দলে ফেরাল বিএনপি

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুজ্জামান মুন্না বলেন, ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রমের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এলডিপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, এলডিপিকে সারাদেশে আরও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করে যাবেন।

এম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর