মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন
আখতার হোসেন (ফাইল ছবি)

পাঁচ বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে শাহবাগ থানায় করা দুটি মামলায় খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং আওলাদ হোসাইন মো. জোনাইদ পৃথক আদেশে তাকে খালাস দেন। 


বিজ্ঞাপন


মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৩ এপ্রিল অসুস্থ অবস্থায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে আখতার হোসেনকে গ্রেফতার করা হয়। সে সময় তাকে ২৫ মার্চ শাহবাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তী সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ঢাকার জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ১৭ এপ্রিল করা আরেকটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় পুলিশ তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

মঙ্গলবার আদালতে আসামিপক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল ফারুক এবং অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন। 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরসহ অন্যান্য পাবলিক প্রসিকিউটররা শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত উভয় মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আখতার হোসেনকে খালাস দেন। 

এম/ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর