মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকা সব রাজনৈতিক দলের দায়িত্ব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকা সব রাজনৈতিক দলের দায়িত্ব: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সব রাজনৈতিক দলের অবস্থান নেয়া একটি দায়িত্ব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা। তবে তিনি বলেন, কিছু বিশেষ দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি সতর্ক করে বলেন, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। তিনি অনুরোধ করেন, ভোট না দিলে ও মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছেন, তাদের বার্তা স্পষ্ট নয়। ‘না’ ভোট পাস হলে ক্ষমতায় আসা শক্তি স্বৈরাচারী হবে। তাই এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেয়ার ভোট। মানুষকে সচেতনভাবে ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে।

নাহিদ ইসলাম নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলেও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আবার পুরনো ব্যবস্থায় ফিরে যাবে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সারাদেশে গণভোটের পক্ষে আজ থেকে প্রচারণা শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর