দল থেকে বহিষ্কার করার পরও ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে অনঢ় মনোভাব ব্যক্ত করেছেন বিএনপির সাবেক নেতা সাইফুল আলম নীরব। ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
সোমবার নিজের এমন সিদ্ধান্তের কথা জানান যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক নীরব।
বিজ্ঞাপন
এরআগে নীরবকে ঢাকা-১২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। পরে জোটের সাথে আসন সমঝোতার অংশ হিসেবে একই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থণ দেয় বিএনপি। তিনি কোদাল প্রতীকে নির্বাচন করবেন।
পরবর্তীতে সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়ায় দল থেকে বহিষ্কার করে বিএনপি। তারপরও নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা অব্যাহত রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেন এবং জমা দেন তিনি।
নীরবের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সারাদেশে যারা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বুঝিয়ে নিবৃত্ত করার উদ্যোগ নেয় বিএনপি। এর অংশ হিসেবে প্রার্থীদের সঙ্গে গত কয়েকদিন ধরে একান্তে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির গুলশান কার্যালয় সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। চেয়ারম্যানের সাথে বৈঠকের পরপরই কয়েকজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।
বিজ্ঞাপন
রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন সাইফুল আলম নীরব। তারপরও প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা না দিয়ে জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাইফুল আলম নীরব বলেন ঢাকা মেইলকে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি, জমাও দিয়েছি। আমি নির্বাচন করবো। এলাকার জনগণ আমার পাশে আছে।
তিনি বলেন, আমার চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষা হয়েছে, উনার কাছে দোয়া চেয়েছি, উনি দোয়া করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।
ঢাকা-১২ আসন থেকে নির্বাচন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও শেরে বাংলানগর এলাকা নিয়ে গঠিত এই আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীর নামই কাকতালীয়ভাবে সাইফুল।
বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জোটের তৃণমূল কর্মীদের জোরালো সমর্থন পেলে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
আসনটির আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন।
বিইউ/এআর

