আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে এই আসনে বিএনপি জোটের একক প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র তার আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন।
বিজ্ঞাপন
ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে তার আইনজীবীর মাধ্যমে আবেদনপত্র পেয়েছি। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: যে কারণে ঢাকা-১৭ ছেড়ে ভোলায় গেলেন পার্থ
মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিএনপির পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। যাচাই-বাছাই শেষে ৩ জানুয়ারি তা বৈধ ঘোষণা করা হয়েছিল। তিনি নিজের সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছেন, তবে কোনো কারণ উল্লেখ করেননি।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওবায়দুর রহমান বিন মোস্তফা, এনপিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী।
বিজ্ঞাপন
এআর

