সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন খালেদা জিয়া’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

‘শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন খালেদা জিয়া’

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। দীর্ঘ এই লড়াইয়ে তাকে স্বামী-সন্তান হারানোর পাশাপাশি মামলা ও অসুস্থতার কষ্ট সহ্য করতে হয়েছে। তবুও জীবনের শেষ দিন পর্যন্ত দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা-৯ আসনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন হাবিবুর রশিদ হাবিব।


বিজ্ঞাপন


picture

এ সময় তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

হাবিবুর রশিদ বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার ডাক দিয়েছেন। ইতোমধ্যে তিনি ৩১ দফা কর্মসূচিও ঘোষণা করেছেন। সবাইকে এই দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে জনগণই হবে প্রকৃত মালিক। দেশের ১৮ কোটি মানুষের হাতেই থাকবে দেশের মালিকানা। দেশের জুলাই আন্দোলনে শহীদদের পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদি, বিএনপিসহ বিরোধী দলের যেসব নেতাকর্মী দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিজ্ঞাপন


picture

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে এ দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। দীর্ঘদিন পর সেই সুযোগ আবার আসছে। তাই সবাইকে বলবো, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সবাই ভোট দিতে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা-৯ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর