শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জামায়াতের নির্বাচনি কমিটির প্রথম বৈঠক, বিজয় নিশ্চিতে নানা পরামর্শ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

জামায়াতের নির্বাচনি কমিটির প্রথম বৈঠক, বিজয় নিশ্চিতে নানা পরামর্শ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানা বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়।

কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার এই কমিটি পুনর্গঠন করে জামায়াত। কমিটির প্রথম বৈঠক ডাকা হয় শুক্রবার। এতে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া, জামাতের প্রার্থীদের বিজয়ী করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন সদস্যরা।

বৈঠকে উপস্থিত ও পুনর্গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. একেএম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।

টিএই/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর