শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সবাইকে চমকে দিয়ে হেঁটেই দলীয় কার্যালয়ে গেলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

সবাইকে চমকে দিলেন তারেক রহমান, হেঁটে হেঁটে চলে গেলেন দলীয় কার্যালয়ে
দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রথমবারের মতো হাঁটতে দেখা যাচ্ছে তারেক রহমানকে। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফেরার পর অনেকটা নিরাপত্তা কড়াকড়ির মধ্যেই চলছেন। দলীয় কর্মসূচি কিংবা অন্য আয়োজনে যাওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করে থাকেন তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের নেতৃত্বাধীন সিএসএফ সদস্যরা।

কখনো কখনো আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও সক্রিয় থাকেন তার নিরাপত্তা নিশ্চিতে। তবে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ভিন্নরকম দৃশ্যের অবতারণা ঘটেছে গুলশানে। নিজের বাসা থেকে পায়ে হেঁটে গুলশানে দলের কার্যালয়ে চলে আসেন তারেক রহমান।


বিজ্ঞাপন


এদিন বিকেল ৪টায় তারেক রহমানকে গুলশান কার্যালয়ে হেঁটে হেঁটে আসতে দেখে রীতিমতো অবাক হয়ে যান উপস্থিত সবাই।

বিএনপির গুলশান কার্যালয় সূত্র এবং প্রত্যক্ষদর্শী বিষয়টি জানিয়েছেন। কার্যালয়ে ঢোকার সময় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সালাম বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তারেক রহমান কার্যালয়ে প্রবেশের একটু আগে গুলশানে যাই। হঠাৎ দেখলাম তারেক রহমান কার্যালয়ের উত্তর দিকের রাস্তার ফুটপাত দিয়ে হেঁটে আসতেছেন। সঙ্গে দুই-তিনজনকে দেখলাম হেঁটে আসছেন। 


বিজ্ঞাপন


তিনি জানান, তারেক রহমান যখন হেঁটে আসছিলেন তখন পেছনের দিকে তার গাড়িবহর ছিলো। 

জানা গেছে, গুলশান কার্যালয়ে আসার আগে তারেক রহমান নৌবাহিনীর সদর দফতরে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশান-২-এর বাসায় যান। এরপর তিনি হেঁটে গুলশান কার্যালয়ের উদ্দেশে রওয়ানা দিয়ে ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছান।

১৭ বছর পর তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে আসেন। দেশে ফেরার পাঁচদিনের মাথায় ৩০ ডিসেম্বর মা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এরপর থেকে দলের কর্মসূচিসহ সব কিছু একহাতে সামলাতে হচ্ছে তারেক রহমানকে।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর