ছাত্রসংসদ নির্বাচনে দলীয় পরিচয়ের বাইরে নিজ যোগ্যতায় লড়াই করা প্রার্থীদের রাজনীতিকে ব্যতিক্রমী ও অনুকরণীয় বলে উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (জকসু) ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী রাকিবের প্রশংসা করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
শুক্রবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম বলেন, পাঁচটি ছাত্রসংসদ নির্বাচনের অভিজ্ঞতা থেকে তিনি কিছু ব্যতিক্রমী চরিত্র খুঁজে পেয়েছেন, যাদের একজন রাকিব। দলীয় প্যানেলের বাইরে থেকে একান্ত নিজ গুণে লড়াই করা এসব প্রার্থী শিক্ষার্থীদের হৃদয়ে জায়গা করে নেওয়ার রাজনীতির উদাহরণ।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লেখেন, শুধু দলীয় পরিচয়ে মাইক গরম করা, শোডাউন কিংবা অন্য সংগঠনকে বিষোদগার করলেই রাজনীতি হয় না। বরং শিক্ষার্থীদের জন্য ত্যাগ, পরিশ্রম ও সাদামাটা কিন্তু কার্যকর নীতিই প্রকৃত রাজনীতি। এই ধরনের রাজনীতিই ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
রাকিব প্রসঙ্গে সাবেক এই শিবির সভাপতি লেখেন, নির্বাচনের কয়েকদিন আগে জবির ক্যাম্পাসে গিয়ে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে তার দেখা হয়। সে সময় শিবিরের প্যানেলের বাইরে থাকা প্রার্থীদের সঙ্গে আলাদা করে দেখা করে দোয়া করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় রাকিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
তিনি লেখেন, স্বভাবসুলভ হাসি দিয়ে রাকিব তার কাছে দোয়া চান। এ সময় রাকিবের প্যানেলের একজন জানতে চাইলে তিনি কাকে ভোট দিতেন—জবাবে তিনি বলেন, সুযোগ থাকলে সবাইকে একটি করে ভোট দিতেন। তবে সেটি সম্ভব না হওয়ায় তিনি সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যাদের শিক্ষার্থীদের জন্য বেশি কল্যাণকর মনে করবেন, তাদেরই বিজয়ী হওয়া কামনা করেন।
জাহিদুল ইসলাম তার পোস্টে আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, রাকিবরা সিস্টেমে বিজয়ী না হলেও বিজয়ীর মতোই জকসুর সঙ্গে এক হয়ে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে প্রাধান্যভিত্তিক সমাধানে সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
একই সঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, একটি বিশ্বমানের স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলতে সাবেক জবিয়ানরাও পাশে থাকবে ইনশাআল্লাহ।
পোস্টের শেষাংশে রাকিবসহ সকল প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়ে জাহিদুল ইসলাম লেখেন, ‘বিশ্বাসীদের জীবনে কোনো পরাজয় নেই। একটি অপ্রাপ্তি মানেই বড় কোনো প্রাপ্তির হাতছানি।’
টিএই/এআর

