শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘মালিক পক্ষ শ্রমিক সমাজের প্রতি ন্যায় বিচার করলে বৈষম্য থাকবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

শেয়ার করুন:

‘মালিক পক্ষ শ্রমিক সমাজের প্রতি ন্যায় বিচার করলে বৈষম্য থাকবে না’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মালিক পক্ষ যদি শ্রমিক সমাজের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করেন, তাহলে শ্রমিক ও মালিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। ন্যায্য পাওনা পেলে শ্রমিকরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে, ফলে কলকারখানায় শান্তিপূর্ণ ও উৎপাদনমুখী পরিবেশ গড়ে উঠবে।

বুধবার বিকেলে শ্রমিক সমাজের অধিকার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় মুজিবুর রহমান এসব বলেন। অনুষ্ঠানে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক, বিলস ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে মতবিনিময় করে।


বিজ্ঞাপন


অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাসস্থান, ভাত, কাপড়, শিক্ষা ও চিকিৎসা—এই পাঁচটি মৌলিক অধিকার প্রতিটি মানুষের প্রাপ্য। কিন্তু দেশের শ্রমিক সমাজ এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের মানুষের মতো মর্যাদার সঙ্গে বাঁচার সুযোগ করে দেওয়া সরকার ও মালিক পক্ষের দায়িত্ব। এসব অধিকার নিশ্চিত করাই শ্রমিক সমাজের ন্যায্য দাবি।

মুজিবুর রহমান বলেন, ইসলামের শিক্ষা হলো—যা নিজে খাবেন, অধীনস্থদেরও তা খাওয়াতে হবে; যে পোশাক পরবেন, তাদেরও তা পরাতে হবে। এই নীতি বাস্তবায়ন করতে পারলে দুনিয়া ও আখিরাত—উভয় জায়গাতেই শান্তি নিশ্চিত হবে। আখিরাতে জবাবদিহিতার মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।

শ্রমিকদের রাজনৈতিকভাবে ব্যবহার নিয়ে মুজিবুর রহমান বলেন, শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই চর্চা বন্ধ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনি ইশতেহারে স্পষ্ট ঘোষণা থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিলসের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রেসিডেন্ট আনোয়ার হোসাইন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মনিরুল কবির।


বিজ্ঞাপন


বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করে শ্রমিক-মালিকের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। আন্তর্জাতিক শ্রম আইন মেনে সুষম উন্নয়নের রাজনীতি চালু করা জরুরি। শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার কারণেই কলকারখানায় ভাঙচুরসহ নানা অস্থিরতা দেখা দেয়। ন্যায্য অধিকার নিশ্চিত হলেই শ্রমিক অসন্তোষ কমবে। তিনি জাতীয় সংসদের ভেতরে ও বাইরে শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

টিএই/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর