আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সারজিস আলম বলেছেন, মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগত প্রক্রিয়ায় সংশোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যগত গরমিল নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিভ্রান্তিকর।
তিনি জানান, অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর টাইপিং ভুলের কারণে ৯ লাখ টাকার স্থলে ২৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল।
![]()
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে, আমি নাকি ওবায়দুল কাদেরকে দেশ ছাড়তে গাড়িতে করে সহযোগিতা করেছি এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
একই সঙ্গে বিএনপির দিকেও অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমানে তাদের পক্ষ থেকেও নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। তাদের লোকজনকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনে কালো টাকার প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, যা অতীতে আওয়ামী লীগ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজের পেশা সম্পর্কে সারজিস আলম বলেন, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি দাবি করেন, তার আয়-ব্যয়ের কোনো তথ্য গোপন করা হয়নি এবং যা সত্য, সেটিই হলফনামায় উপস্থাপন করা হয়েছে।
![]()
স্ত্রীর সম্পদ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, তিনি সদ্য বিবাহিত। তার স্ত্রী বর্তমানে শিক্ষার্থী এবং গৃহিণী। কোনো ব্যবসা বা পেশার সঙ্গে তিনি যুক্ত নন।
সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

