বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

যে কারণে বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা আরশাদুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

যে কারণে বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা আরশাদুল
বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা আরশাদুল। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-ইসলামী আন্দোলনসহ একাধিক দলের সঙ্গে যে জোট সেখানে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। আসন সমঝোতা এখনও চূড়ান্ত না হলেও আলোচনা চলছে। এরমধ্যেই তরুণদের হাতে গড়া এনসিপির কেন্দ্রীয় নেতা আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

আগামী দিনে দেশ গঠনে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে মনে হওয়ায় এনসিপি ছেড়ে সেই দলে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন।


বিজ্ঞাপন


এনসিপির একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আরশাদুল হক হঠাৎ কেন বিএনপিতে যোগ দিয়েছেন তা নিয়ে আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের আগে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে সদস্য ফরম নিয়ে বিএনপিতে যোগদান করেন।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির তার যোগদানের কথা জানান।

পরে আরশাদুল হক বলেন, বুধবার বেলা ২টার দিকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছিলেন। তারেক রহমানের সঙ্গে ১০ মিনিটের বেশি সময় তার কথা হয়।

তিনি বলেন, দেশ গঠনে একমাত্র তারই (তারেক রহমান) সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে মনে হয়েছে। এই ভিশন ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। তখন তারেক রহমান তাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘লেটস রিবিল্ড দ্য কান্ট্রি।’


বিজ্ঞাপন


তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে দেন বলে জানান আরশাদুল হক।

তিনি বলেন, ‘এখন দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটা আমি পালন করব। বিএনপি মহাসচিব আমাকে তরুণ সমাজ নিয়ে কাজ করার কথা বলেছেন।’

আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। এনসিপির পরিবেশ সেলের প্রধান ছিলেন তিনি। এ ছাড়া তিনি এনসিপির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন আরশাদুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহসভাপতি আরশাদুল হক। তিনি ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে যুক্ত ছিলেন।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর