বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী সমমনা জোটের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

BNP
খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী সমমনা জোটের দোয়া মাহফিল। ছবি: ঢাকা মেইল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।


বিজ্ঞাপন


এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর