মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রীতার বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে তিনি এই অভিযোগ করেন।
বিজ্ঞাপন
অভিযোগে আতা জানান, গত ৪ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের ফল ঘোষণার পর আফরোজা খানম রীতার কয়েকজন সমর্থক সম্মিলিতভাবে তার ওপর হামলা চালান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এমন ঘটনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, জেলা রিটার্নিং কর্মকর্তা বিষয়টি এড়িয়ে গেছেন, যা পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়। এ অবস্থায় বর্তমান জেলা প্রশাসনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন আতা।
তিনি হামলাকারী ব্যক্তি ও তাদের সমর্থিত প্রার্থী আফরোজা খানম রীতার বিরুদ্ধে নির্বাচনি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করে কাজ করছে ইসি। এরপর আপিল শুনানি করে প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এএইচ
