বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সময়মতো সুষ্ঠু নির্বাচন চায় দেশের মানুষ: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

সময়মতো সুষ্ঠু  নির্বাচন চায় দেশের মানুষ: নজরুল ইসলাম
তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত থাকায় সুষ্ঠু ও সময়মতো একটি জাতীয় সংসদ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের প্রত্যাশা ও মতামত ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 


বিজ্ঞাপন


জরুল ইসলাম খান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আগামী নির্বাচনে তারা সক্রিয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকতে চায়। 

তিনি বলেন, বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিকা, নির্বাচন পরবর্তী বাংলাদেশের উন্নয়ন ভাবনা এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান স্পষ্টভাবে ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন যে, নির্বাচন যত দ্রুত সম্ভব এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিটি বিএনপির। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

নজরুল ইসলাম খান আরও জানান, তারেক রহমান ইইউ প্রতিনিধিদের সঙ্গে শ্রমিকদের অধিকার ও কল্যাণের বিষয়েও আলোচনা করেছেন এবং দাবি করেছেন, বিএনপি সরকারের আমলেই শ্রমিকদের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে। 


বিজ্ঞাপন


বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উন্নয়নে অবদানের জন্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর