বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

তারেক রহমান ইতোমধ্যে মানুষের বিশ্বাস-আস্থা অর্জন করেছেন: এ্যানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

ani
লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনী ও শিল্পি কলোনীসহ ৬নং ওয়ার্ডে গণসংযোগে বিএনপির প্রার্থী এ্যানী।

তারেক রহমান ইতোমধ্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনী ও শিল্পি কলোনীসহ ৬নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


এ্যানি বলেন, ‘আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমান। আমরা প্রত্যাশা করছি, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সে নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি এ দেশের নেতৃত্ব দেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশের নেতৃত্ব দেবেন এবং দেশ পরিচালনা করবেন।’

তিনি বলেন, আমার আপনার দায়িত্ব হচ্ছে তারেক রহমানের হাতকে শক্তিশালি করা। তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে বিশ্বাস-আস্থা এমনভাবে সৃষ্টি করেছেন, তাতে মানুষ মনে করছে তারেক রহমান দেশ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য নেতা। একজন সুযোগ্য রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই বিএনপি আগামী দিনে এ দেশের মানুষের পাশে থাকবে এবং দেশের নেতৃত্ব দেবে।

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর