বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: জামায়াত
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক। ছবি: ঢাকা মেইল

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের নির্বাচন পরিবেশ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন, ফলে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


বৈঠকে অভিমত প্রকাশ করা হয়, দেশের বিভিন্ন স্থান থেকে প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে অভিযোগ আসছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে বলা হয়, এখনো বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনা ঘটছে, যা নির্বাচনকালীন পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

জামায়াতের নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। দেড় হাজার শহীদ এবং ত্রিশ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।

বৈঠক থেকে নির্বাচন কমিশন, এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বিশেষ কোনো দলের প্রতি ঝুঁকে না পড়ে আইন অনুযায়ী সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।

এ ছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতির জন্য কঠোর পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশন ও সরকারের কাছে জোর দাবি জানায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।


বিজ্ঞাপন


টিএই/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর