বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শোকবাণী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের হাতে এই শোকবাণী তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবাণী পাঠিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ সজিব এম খায়রুল ইসলাম।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। পরদিন তাকে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিইউ/এফএ

