সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সাগর পথে নৌকায় মালয়েশিয়া গমন, দালালসহ আটক ২৭৩

ইব্রাহিম খলিল, চট্টগ্রাম 
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে আলোচিতদের মনোনয়ন বাতিল নিয়ে তুমুল আলোচনা

সাগরপথে কাঠের নৌকায় চড়ে অবৈধভাবে যাচ্ছিলেন মালয়েশিয়া। খবর পেয়ে দালালসহ ২৭৩ জনকে আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। 

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনগত রাতের দিকে কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে নারী-পুরুষ পাচার করা হচ্ছে। 


বিজ্ঞাপন


খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে আনুমানিক ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের নৌকা শনাক্ত করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা। নৌকাটিকে থামার সংকেত দেওয়া হলেও তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে নৌকাটি আটক করা হয়।

নৌকাটিতে থাকা ২৭৩ জনের মধ্যে ২৬৩ জন দেশের বিভিন্ন জেলার দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। এছাড়া নারী ও শিশুও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কোনো ধরনের পাসপোর্ট বা ভিসা ছাড়াই তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।

নৌবাহিনী জানায়, নৌকায় থাকা ১০ জন দালাল একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সংগ্রহ করে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল। আটক সকলকে রোববার (৪ জানুয়ারি) টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর