সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘শুধু মিছিল-মিটিং নয়, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

‘শুধু মিছিল-মিটিং নয়, খালেদা জিয়ার আদর্শকে ধারণ করতে হবে’
আমানুল্লাহ আমান

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান বলেছেন, ‘মহান নেত্রীর বেগম খালেদা জিয়ার আদর্শিক সন্তান হতে পেরে আমরা গর্বিত। তার পথ ধরে আমরা যেন আজীবন চলতে পারি। শুধু মিছিল-মিটিং, সভা-সেমিনার করে তাকে স্মরণ করলেই তার প্রতি সম্মান জানানো হবে না; বরং তাঁর আদর্শকে ধারণ করে চলতে হবে। সেইসঙ্গে বাংলাদেশের প্রশ্নে আপসহীন থাকতে হবে।’

শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমান এসব বলেন। 


বিজ্ঞাপন


আমানুল্লাহ আমান বলেন, সমতল থেকে পাহাড়, বেগম খালেদা জিয়ার আদর্শ সবার, সেটি প্রমাণিত হয়েছে এখন। খালেদা জিয়ার মতো মহান নেত্রী বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আমৃত্যু বাংলাদেশের প্রশ্নে আপসহীন ছিলেন।

এই ছাত্রনেতা বলেন, বাংলাদেশের মানুষের কান্না এখনও থামেনি। বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আদর্শ রেখে গেছেন। আমাদের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকবে এবং বিরোধ থাকবে। তবে আমরা সবাই বাংলাদেশের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ থাকবো। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশপন্থী রাজনীতি রেখে গেছেন। বাংলাদেশপন্থী সবাই এক হলে যত বড়ই ষড়যন্ত্র হোক এবং আধিপত্যবাদী শক্তি যাই করুক; আমরা পথহারা হবো না।

আমানুল্লাহ আমান বলেন, শহীদ ওসমান হাদি যেমন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়ে গিয়েছেন, তার স্বপ্ন ছিল বেগম খালেদা জিয়া তার মাথায় হাত বুলিয়ে দেবেন এবং এতে তিনি তৃপ্ত হবেন যে, খালেদা জিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জনপদে যুগে যুগে যেসব বিপ্লবীর জন্ম হবে, তারা সবাই বেগম খালেদা জিয়া আদর্শিক সন্তান হিসেবে পরিগনিত হবে।

এসএইচ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর