ঢাকা-৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার দাখিল করা মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় এ সিদ্ধান্ত দেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। নেতাকর্মীরা জানান, মোহাম্মদ কামাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। মনোনয়ন বৈধ হওয়ায় এখন তিনি নির্বাচনি মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাতে পারবেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, মনোনয়নপত্র বৈধ হওয়ায় আমি কৃতজ্ঞ। জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করাই আমার অঙ্গীকার। নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, ঢাকা-৫ আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল আসন হিসেবে পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে।
এমআর/ক.ম

