সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

এনসিপি নাহিদের বার্ষিক আয় ১৬ লাখ, মোট সম্পদ ৩০ লাখ

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (০৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ।

এর আগে এ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমানকে জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়। পরে ১০ দলীয় জোট গঠন করা হলে এই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।

অ্যাডভোকেট আতিক দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এমআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর