ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ১১ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, আর তিনজনের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
শনিবার (০৩ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ঢাকা-১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বৈধ, চারটি বাতিল এবং তিনটি মনোনয়নপত্রের বিষয়ে দুপুরে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’
বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন এবং ইনসানিয়াত বিপ্লব-এর ফাতেমা আক্তার মুনিয়া।
অবৈধ বা বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণ অধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান।
এছাড়া খেলাফত মজলিসের মামুনুল হক, বিএনপি প্রার্থী (এনডিএম-এর সাবেক চেয়ারম্যান) ববি হাজ্জাজ এবং আমজনতার দলের রাজু আহমেদের মনোনয়নপত্রের ছোটখাটো ত্রুটি সংশোধন সাপেক্ষে দুপুরের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বিজ্ঞাপন
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/এমআর

