শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

Abbas
খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন মির্জা আব্বাস। ছবি: ঢাকা মেইল

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জুমার নামাজ শেষে তিনি রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত কবরে শ্রদ্ধা জানান।


বিজ্ঞাপন


জমায়েতকালে মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির কয়েকজন শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতের সময় তিনি শান্ত ও স্থিরভাবে দোয়া করেন এবং প্রয়াত নেত্রীর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে সশস্ত্র বাহিনী তাঁর প্রতি গার্ড অব অনার প্রদান করেছিল। দাফনের পরপরই দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতারা, দলের কর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেত্রীর স্মৃতিতে শ্রদ্ধা জানাতে মাজারে ভিড় করেছেন।

এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর