ঢাকা–৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডা. তাসনিম জারা তাঁর মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় মোট ১৯ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। এর মধ্যে তাঁর হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তাঁর নামে কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষিজমি নেই।
হলফনামার তথ্যমতে, চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। বিদেশ থেকে তাঁর আয় দেখানো হয়েছে ৩ হাজার ২০০ পাউন্ড। তিনি আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
বিজ্ঞাপন
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তাঁর নামে কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই। অলংকারের মূল্য দেখানো হয়েছে আড়াই লাখ টাকা। ব্যাংকে তাঁর জমা আছে ১০ হাজার ১৯ টাকা। নগদ টাকায় রয়েছে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।
তাসনিম জারার ব্যাংক সঞ্চয় হিসেবে দেখানো হয়েছে ২৬৪ টাকা। তাঁর স্বামী খালেদ সাইফুল্লাহর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। বিদেশ থেকে তাঁর আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।
হলফনামায় বলা হয়েছে, তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান ও বাবার নাম ফখরুল হাসান। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা।
এআর

