আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ মনোনয়নপত্রে সঙ্গে জমা দেওয়া হলফনামায় নাহিদ ইসলামের বার্ষিক আয় দেখানো হয়েছে ১৬ লাখ আর মোট সম্পদের পরিমাণ টাকা উল্লেখ করা হয়েছে ৩০ লাখ। দাখিল করা নির্বাচনি হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাঁর বার্ষিক আয় ১৬ লাখ টাকা। আর সম্পদের বিবরণীতে নগদ অর্থের পরিমান রয়েছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংকে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা। গহনা দেখানো হয়েছে ৭ লাখ ৭৫ হাজার টাকার। ইলেকট্রনিক পণ্য ধরা হয়েছে ১ লাখ টাকার। আসবাবপত্র দেখানো হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকার। যার সবকিছুর বর্তমান মোট মূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকার অর্থাৎ মোট সম্পদের পরিমাণ ৩০ লাখা টাকা।
বিজ্ঞাপন
অন্য দিকে নাহিদের স্ত্রীর নগদ অর্থ রয়েছে ২ লাখ, গহনা রয়েছে ১০ লাখ টাকার যার মোট মূল্য ১২ লাখ দেখানো হয়েছে আর বর্তমান মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকার আর স্ত্রীর নামে ব্যাংকে ঋণ নেওয়া হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকার।
এবার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগত নির্বাচনের অংশ নিচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/

