বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন দীর্ঘ পোস্টে তিনি খালেদা জিয়ার সঙ্গে কাটানো দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক ও ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন।
বিজ্ঞাপন
পোস্টে ব্যারিস্টার পার্থ লিখেছেন, ২০০৮ সালে বাবার মৃত্যুর পর যখন তাঁর জীবন ‘পালবিহীন নৌকার মতো’ হয়ে পড়ে, তখনই বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে আসার সুযোগ হয় তাঁর। তিনি উল্লেখ করেন, সম্পর্কটি রাজনৈতিক হওয়ার কথা থাকলেও সেটি হয়ে ওঠে স্নেহ, শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক। “দেশনেত্রী আমাকে পাশে বসাতেন, রাজনীতি বোঝাতেন, প্রশংসা করতেন”—লিখেছেন তিনি।
সংসদে নিজের বক্তৃতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বক্তৃতা শোনার পর খালেদা জিয়া বলতেন, ‘পার্থকে আরও সময় বাড়িয়ে দাও, ও ভালো বলে।’ জনসভায়ও তাঁর কথা উল্লেখ করতেন। পার্থর ভাষায়, “সেই বয়সে দেশনেত্রীর সেই কথাগুলো সারা দেশে আমার ভাবমূর্তি এক ভিন্ন পর্যায়ে নিয়ে গিয়েছিল।”
২০১৩–১৪ সালের একটি ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তৎকালীন সরকারের দেওয়া ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব ও ২০–দলীয় জোট নিয়ে নানা গুঞ্জনের সময় তিনি গুলশান কার্যালয়ে যান।
পার্থ লিখেছেন, “রুমে ঢুকতেই দেশনেত্রী বললেন— ‘কি পার্থ, তুমিও কি চলে যাচ্ছ?’ আমি বলেছিলাম— ‘আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা ওঠার আগে আমার গাড়িতে পতাকা উঠবে না, ইনশাআল্লাহ।’ আজ দেশনেত্রী প্রধানমন্ত্রী পদের বহু ওপরে উঠে গেছেন— তিনি এখন মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী, হৃদয়ের নেত্রী।”
বিজ্ঞাপন
পোস্টের শেষাংশে পরিবারের পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, “ধন্যবাদ দেশনেত্রী— বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি ও আমার পরিবার আপনার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।”
এর আগে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে সমবেদনা জানান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এআর

