বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিজেএর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিজেএর শোক

তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, এবং রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিপিজেএ তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।


বিজ্ঞাপন


বিপিজেএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তাঁর মতো একজন অভিজ্ঞ ও দৃঢ় নেতৃত্বের অধিকারী নেত্রীর প্রয়াণে জাতীয় জীবনে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।

শোকবার্তায় বলা হয়, সংসদীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান জাতি মনে রাখবে। ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অন্যতম ভূমিকা পালন করেন। ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে দেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। ১৯৯৬ সালের স্বল্প মেয়াদের ষষ্ঠ জাতীয় সংসদে দেশের গুরুত্ব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাশ হয় তার নেতৃত্বে। তিন বারের প্রধানমন্ত্রী ও দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্বপালনকাল সংসদীয় গণতন্ত্রে খালেদা জিয়ার ভূমিকার কথা জাতি স্মরণ করবে।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই ছিলেন না, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিপিজেএ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।


বিজ্ঞাপন


ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর