মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে হাসপাতালের সামনে নারী নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে হাসপাতালের সামনে নারী নেতাকর্মীদের ভিড়

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শুধু দলীয় নেতাকর্মীই নয়, উল্লেখযোগ্য সংখ্যক নারীও ভিড় করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মৃত্যুসংবাদ নিশ্চিত হওয়ার পর থেকেই নারী নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে দেখা যায়।


বিজ্ঞাপন


হাসপাতালের সামনে জড়ো হওয়া নারীদের অনেকের চোখে জল, মুখে গভীর শোক। কেউ সন্তান কোলে নিয়ে এসেছেন, কেউ এসেছেন একা কিংবা দল বেঁধে। তাদের অনেকেই খালেদা জিয়াকে ‘মা’ হিসেবে উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েন। হাসপাতালের ফটকের সামনে দাঁড়িয়ে কেউ দোয়া পড়ছেন, কেউ আবার নীরবে চোখ মুছছেন।

হাসপাতালের সামনে উপস্থিত নারীরা জানান, তারা রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন নারী নেত্রীকে হারানোর শোক নিয়ে এসেছেন। তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীদের নেতৃত্বে খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক।
সব মিলিয়ে, খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে নারীদের এই ভিড় শোকের আবহকে আরও গভীর করে তুলেছে। 

picture

মাহমুদা আক্তার নামের এক নারী বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন নারীদের সাহসের প্রতীক। তার মৃত্যুতে আমরা অভিভাবক হারালাম। জুবাইদা পারভিন নানের আরেক নারী বলেন, সংসার সামলেও তিনি রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। আমাদের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণা।


বিজ্ঞাপন


পরিস্থিতি নিয়ন্ত্রণে এভারকেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। হাসপাতালসংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এমআইকে/এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর